নারায়ণগঞ্জের ফতুল্লায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে আটক করেছে র্যাব-১১। এছাড়া, ঘটনা ধামাচাপা ও হাসপাতাল থেকে শিশুটিকে অপহরণ চেষ্টার অভিযোগে মসজিদ কমিটির সভাপতিসহ আরও পাঁচজনকে আটক করা হয়েছে।
সকালে ফতুল্লার চাঁদমারি এলাকার বায়তুল হাফেজ জামে মসজিদে এ ঘটনা ঘটে। র্যাব-১১ জানায়, স্থানীয় কয়েকজনের পরামর্শে অসুস্থ্য মেয়েকে ঝাঁড়-ফুঁক করানোর জন্য ওই মসজিদের ইমামের কাছে নিয়ে যাওয়া হয়। পরে বাবাকে দোকানে পাঠিয়ে কৌশলে শিশুটিকে ধর্ষণ করে ইমাম। পরে পরিবারের অভিযোগে তাকে আটক করা হয়।
এদিকে, মানিকগঞ্জের হরিরামপুরে দুই স্কুলছাত্রীকে যৌন হয়রানির দায়ে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে মনির হোসেন নামে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।